Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

সিলেট জেলা শহরের প্রাণকেন্দ্র পাঠানঠুলার লতিফ মঞ্জিল পয়েন্টে ছয় তলা বিশিষ্ট মির্জা ভিলার দ্বিতীয় তলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অবস্থিত। এই অফিসের মাধ্যমে বিদেশগামী কর্মীদের ডাটাবেইজ ও ফিংগার প্রিন্ট সংরক্ষণ এবং বিদেশে কর্মরত কোন কর্মী মারা গেলে  উক্ত কর্মীর লাশ দেশে আনয়ন, লাশ দাফন খরচ বহন এবং পরিবারিক ক্ষতিপূরণ এই অফিসের মাধ্যমে সম্পন্ন করা হয়। আরো উল্লেখ থাকে যে, মৃত ব্যক্তির বিদেশে বকেয়া বেতন, ইন্সুরেন্স ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় করে তা মৃত ব্যক্তির পরিবারকে প্রদান করা হয়।

ছবি